Skip to main content

Posts

Featured

চাঁদা না দেয়ায় কুরবানির মাংস দূরে থাক, সমাজ থেকে বের করে দেয়া হলো ৩২ টি পরিবারকে।

গতকালের এক গোপন সূত্রে জানা গিয়েছে,  দীর্ঘ কয়েক বছর পূর্বে প্রায় ১১৫ টি গ্রামে পরিবার গঠন করা হয় প্রায় কয়েক হাজারেরও বেশি। তার মধ্যে একটি গ্রামে রয়েছে রয়েছে 165 টি পরিবার। প্রতি বছর কোরবানি ঈদের সময় সে এলাকার মাতব্বররা সে এলাকার যে সমাজে পরিবার ছিল সেগুলো তাড়া পরিবারগুলোর মধ্যে বিতরণ করতো এর মধ্যে, গ্রামে তৈরি করা হয় একটি মসজিদ সে মসজিদ তৈরি করার জন্য প্রয়োজন ছিল অর্থ সেই অর্থে মাতব্বর মিলে চিন্তাভাবনা করার চিন্তাভাবনা করে তারা গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা হিসেবে অর্থ উঠানো শুরু করে দেয়।  কিন্তু সেই 165 টি পরিবারের মধ্যে 32 টি পরিবার ছিল খুবি অসচ্ছল এবং তারা ছিল খুবই গরীব যার কারণে তাদের পক্ষে চাদা দেয়া সম্ভব হয়ে উঠেনি।  যার ফলে মাতব্বররা মিলে সিদ্ধান্ত করে যে তারা 32 টি পরিবারকে গ্রাম থেকে বিতাড়িত করে দিবে কিন্তু তা করে ওঠা সম্ভব হয়নি বলে গত বছর কোরবানির ঈদে তাদেরকে কোন মাংসেই দেওয়া হয়নি বরঞ্চ এ বছরও তাদেরকে একদমই কোনরকম মাংস দেয় হয়নি। এই 32e পরিবারের প্রধান সদস্যদের নাম হল ইমরান মাহমুদ তাহের রিয়াদ জয়নাল সহ আরো যে পরিবারগুলো রয়েছে তারা জানান, ত...

Latest Posts

নোয়াখালীতে ছাগল গরুকে সজোরে ধাক্কা মেরে ঢুকিয়ে দিলো

কদমফুল

কামিনি গাছ পরিচর্যা

রাষ্ট্র

How to learn English in shortcut way.

It chapter 1(2017)

গরুর মাংসের কালা ভুনার সহজ রেসিপি.Easy way to make gorur kala vuna