It chapter 1(2017)



It chapter 1 (2017)

আজকে আমি আপনাদের সামনে ইট চ্যাপ্টার ওয়ান মুভি নিয়া আলোচনা করতে এসেছি। 

1988 সালঃ

মুভিটি শুরু হয় ডেইলি নামের একটি এলাকা থেকে যেখানে দুইটি ভাইয়ের গল্প থেকে শুরু হয়। যার মধ্যে বড় ভাইয়ের নাম ছিল ডেইরী এবং ছোট ভাইয়ের নাম ছিল জর্জ। ওরা একসাথে খেলবার জন্য একটা কাগজের নৌকা বানাই।আর ছোট ভাই জ্বর যে সে কাগজের নৌকা টা নিয়ে খেলতে বের হয়ে যায়। বৃষ্টি তেজ এতটাই ছিল যে যেই কারনে কাগজের নৌকাটি একটা ড্রেনের ভিতরে চলে যায়। তখনই সে ড্রেনের ভিতর একি আকৃতি দেখতে পায়। যার নাম ছিল পেন নিউ ওয়াইস। সে তাকে বলে আই আম ক্লাউন। আই এম আর ডান্সিং জোকার। মনে হয় তোমার নৌকা খেলতে খেলতে এখানে চলে এসেছে তুমি কি তোমার নৌকাটি নিতে চাও?

জর্জ তখন নৌকাটি নেয়ার জন্য ট্রেনের ভিতর হাত বাড়ায় ঠিক তখনই প্রেম নিউ ওয়াইফ তাহাতে কামড়ে খেয়ে ফেলে। ,,যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জর্জ তার হাতটি বের করে নিয়ে আসে এবং সে বাহিরে রাস্তার উপর পড়ে যায় ।তার গায়ে কোন শক্তি ছিল না বিধায় সে সেখানে চলাচল করতে পারছিল না। ঠিক তখনই সে চেঁচাতে থাকে হাতের যন্ত্রণায়, কিন্তু বাহিরে ছিল প্রচন্ড বৃষ্টি ।তাই সে তাই সেখানে কেউ আসলো নাকি সাহায্য করতে। ঠিক তখনই পেনিউইসে তাকে ট্রেনের ভিতর টেনে নিয়ে চলে যায়।

 

এরপর সিনকাট হয়ে যায় চলে আসে এক বছর পর এক বছর পরে কি হয়েছিল দেখানো হয় এই মুভিতেআমরা একটা ইস্কুল দেখতে পাই যেখানে গরমের ছুটি ছিল গরমের ছুটির জন্য আগামী একমাস বন্ধ বন্ধ দিয়ে দেয়া হবে সেজন্য স্কুলের বাচ্চারা খুবই খুশি ছিল তারা সবাই বাড়ি ফেরার আনন্দে মেতে উঠেছিল ঠিক সেই সময়ে তাকে দেখা যায় ঠিক সেই সময় আমরা গল্পের চারজন লিড ক্যারেক্টার কে দেখতে পাই যাদের না আমরা সহজে বোঝার জন্য বলছি এবিসিডি কি তারা কিভাবে ছুটির সময় কাটাবে সে নিয়ে তারা আলোচনা বা প্লান করছিল আরো দুজনকে দেখতে পায় তাদের নাম ছিল সেই শহরে নতুন এসেছে তাই তাই স্কুলটাকে খুব অপরিচিত মনে হচ্ছিল এবং তার যে সকল বন্ধুবান্ধব বন্ধুবান্ধবরা ছিল কেউই তার পরিচিত ছিল না ঠিক তখনই একজন মেয়ে বন্ধুকে পেয়ে যায় তারা খুব ভালো বন্ধু হয়েছিল এবং তাদের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল প্রেমের সম্পর্কে একসময় তাদের পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায় তাদের মা-বাবা এটা মোটেও মেনে নিয়েছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় তার স্কুল থেকে বাড়িতে আর ফেরত পাবে এবং তারা সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পার হাসপাতাল ওয়ালাদেরকে দেখে ফেলে এবং বাসায় এসে অক্ষতভাবে মারধর করে যার কারণে এক প্রচণ্ড রকমে ব্যথা পায় ,,,,,,,,,

পরবর্তী অংশ পেয়ে যাবেন Part-2 তে🥰

Comments

Popular Posts